'ঢাক ঢাক গুড় গুড়' বাগধারাটির অর্থ কী?

A ষড়যন্ত্র

B সন্দেহজনক আচরণ

C ঢাক জোরে বাজানো

D লুকোচুরি

Solution

Correct Answer: Option D

» ডুবে ডুবে পানি খাওয়া - গোপনে কুকাজ করা
» ডাকাবুকো - দুরন্ত
» ডান হাতের ব্যাপার/কাজ - আহার/ভোজন
» ডুমুরের ফুল - অদৃশ্য বস্তু/ অমাবস্যার চাঁদ
» ঢিমে তেতালা - মৃদুগতি
» ঢাক ঢাক গুড় গুড় - কপটতা/লুকোচুরি
» ঢাকের বায়া - অকেজো
» ঢাকের কাঠি - তোষামুদে
» ঢেঁকি অবতার - নিষ্কর্মা ও নির্বোধ লোক
» ঢেকির কচকচি - কলহ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions