একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
Solution
Correct Answer: Option A
মনে করি ,
ঘড়ির ক্রয়মূল্য =১০০ টাকা
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য =(১০০-১০) টাকা =৯০ টাকা
৫% লাভে,
বিক্রয়মূল্য =(১০০+৫) টাকা=১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি =(১০৫-৯০) =১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০×৪৫)/১৫ টাকা
=৩০০ টাকা