দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
A ১৬ : ২৫
B ১৬ : ৫
C ৪ : ২৫
D ২৫ : ১৬
Solution
Correct Answer: Option A
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ঃ৫
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ ৪x এবং ৫x
অতএব, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত =π(৪x)²:(৫x)²
=১৬πx²:২৫πx²
=১৬:২৫