সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?

A এশিয়া

B মেক্সিকো

C অস্ট্রেলিয়া

D আফ্রিকা

Solution

Correct Answer: Option B

- সোয়াইন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু হচ্ছে শূকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটি H1N1, ভাইরাস নামে পরিচিত।
- এটির উৎপত্তি হয় মেক্সিকোতে।
- ২০০৯ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে সোয়াইন ফ্লু ভাইরাস সনাক্ত করা হয়।
- ২০০৯ সালে বিশ্বের ৭৪টি দেশে সোয়াইন ফ্লু বা H1N1 ভাইরাসের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করে।

কয়েকটি ভাইরাস জনিত রোগঃ
- সোয়াইন ফ্লু,
- জন্ডিস,
- হার্পিস,
- জলাতঙ্ক,
- গুটি বসন্ত,
- জল বসন্ত,
- হাম,
- মাম্পস,
- ইনফ্লুয়েঞ্জা,
- বার্ড ফ্লু,
- পোলিও,
- এইডস,
- ডেঙ্গু জ্বর,
- ইবোলা ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions