বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?

A মুহম্মদ শহীদুল্লাহ

B দীনেশচন্দ্র সেন

C সুনীতিকুমার চট্টোপাধ্যায়

D সুকুমার সেন

Solution

Correct Answer: Option A

• 'বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫) গ্রন্থের রচয়িতা ড. মুহম্মদ শহীদুল্লাহ ।
• ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হচ্ছেন ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ও বাংলাদেশি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক।
• এই গ্রন্থে ''বাংলা ভাষার কুলজী' শিরোনামে বাংলা ভাষার স্তরবিন্যাস আলোচিত হয়েছে ।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো:
- সিন্দবাদ সওদাগরের গল্প (১৯২২),
- ভাষা ও সাহিত্য (১৯৩১),
- বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬),
- রুবাইয়াত-ই-উমর খয়্যাম (১৯৪২),
- Essays on Islam (১৯৪৫),
- আমাদের সমস্যা (১৯৪৯),
- পদ্মাবতী (১৯৫০)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions