বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?

A কোলন

B সেমিকোলন

C হাইফেন

D ড্যাস

Solution

Correct Answer: Option C

বাক্যে হাইফেন বা সংযোগ চিহ্ন ব্যবহৃত হলে থামার প্রয়োজন নেই।

হাইফেনের ব্যবহারঃ
-সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেনের ব্যবহার হয়।
- দুই শব্দের সংযোগ বোঝাতে হাইফেন ব্যবহৃত হয়।

যেমনঃ
 মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব ।
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions