'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

A কাজী নজরুল ইসলাম

B ঈশ্বরচন্দ্র গুপ্ত

C বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

D প্রমথ চৌধুরী

Solution

Correct Answer: Option B

-সংবাদ প্রভাকর প্রতিষ্ঠিত করেছিলেন  ঈশ্বরচন্দ্র গুপ্ত।
-এটি ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ।
-প্রথমে এটি ছিল একটি দৈনিক সংবাদপত্র।
-পরবর্তীতে এটি ১৮৯১ সালে সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে চালু হয় ।
-আবার আট বছর পর আতি ১৮৩৯ সালে দৈনিক সংবাদপত্রে রুপান্ত্রিত হয়।

ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত অন্যান্য পত্রিকা হলঃ
- সংবাদ রত্নাবলী (১৮২৫),
- সংবাদ সাধুরঞ্জন (১৮৪৭),
- সংবাদ সাধুরঞ্জন ।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions