কায়কোবাদের প্রকৃত নাম কী?

A কাজেম আল কোরেশী

B আবু নাসের কায়কোবাদ

C কায়কোবাদ ইসলাম

D আবুল হোসেন কায়কোবাদ

Solution

Correct Answer: Option A

বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম মহাকাব্য এবং সনেট রচয়িতা।
- তার প্রকৃত নাম কাজেম আল কোরেশী।
- মহাশ্মশান তার বিখ্যাত মহাকাব্য যা ১৯০৪ সালে প্রকাশিত হয়।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- বিরহ বিলাপ,
- কুসুম কানন,
- শিব মন্দির,
- আমিয় ধারা,
- শ্মশানভষ্ম,
- মহররম শরীফ ইত্যাদি।

তাঁর রচিত বিখ্যাত কবিতা- আযান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions