একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং 8 সে.মি. হলে ক্ষেত্রফল কত হবে?
A 24 বর্গ সে.মি.
B 42 বর্গ সে.মি.
C 44 বর্গ সে.মি.
D 45 বর্গ সে.মি.
Solution
Correct Answer: Option A
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল= ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
ত্রিভুজটির ক্ষেত্রফল= ১/২ × ৬ ×৮
= ২৪ বর্গ সে.মি