বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত?
Solution
Correct Answer: Option C
। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩০ টি। এগুলো মধ্যে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, রাজশাহী, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর ইত্যাদি।
। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি।
। মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
। রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে।
। ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই।