Solution
Correct Answer: Option A
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবনকেন্দ্রিক রচনা 'কারাগারের রোজনমচা ' ।
- বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন ।সেই ডায়েরির পরিমার্জিত রুপ 'কারাগারের রোজনমচা '
- গ্রন্থটি জাতির পিতা ৯৭ তম জন্মদিন ১৭ মার্চ ,২০১৭ সালে প্রকাশিত হয় ।
- এ গ্রন্থে রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু বলেছেন '৮ ফেব্রুয়ারি ২ বছরের ছেলেটা এসে বলে ,আব্বা বাড়ি চলো ' ।কী উত্তর ওকে আমি দিব ?ওকে ভোলাতে চেষ্টা করলাম ,ওতো বোঝে না আমি কারাবন্দি ।ওকে বললাম 'তোমার মার বাড়ি ,তুমি যাও ।আমি আমার বাড়িতে থাকি ।আবার আমাকে দেখতে এসো '