বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
Solution
Correct Answer: Option A
বিশ্বব্যাংকের বর্তমানে সদস্য দেশ নয় কিউবা। ১৪ নভেম্বর ১৯৬০ সালে দেশটি বিশ্বব্যাংকের সদস্য পদ প্রত্যাহার করে নেয়।
। এটি গঠনের সিদ্ধান্ত হয় ৪ জুলাই, ১৯৪৪ সাল
। আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল
। পুরাপুরি কার্যক্রম শুরু - জুন, ১৯৪৬ সাল
। সদস্য সংখ্যা - ১৮৯টি দেশ
। (সর্বশেষ সদস্য - নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল)
। প্রতিষ্ঠাকালীন সদস্য - ২৬টি
। Bretton Woods Conference সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়।
। সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র