। GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়।
। ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
। এটি কোন নির্দিষ্ট পণ্যের আমদানি-রপ্তানির ক্ষেত্রে সৃষ্ট সমস্যার ফলে কোন দেশ ক্ষতিগ্রস্থ হলে তার ক্ষতি পোষানোর জন্য ব্যবস্থা গ্রহন করা।
। বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
। এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
। এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট।
। এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৪টি। পর্যবেক্ষক সংখ্যা ২৫টি।
। সর্বশেষ ২৯ জুলাই ২০১৬ আফগানিস্তান WTO এর ১৬৪তম সদস্যপদ লাভ করে।
। গ্যাট এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা।
। গ্যাট ১৯৪৭ সালের এপ্রিল থেকে ১৯৯৩ সালের ডিসেম্বর পর্যন্ত মোট আটটি রাউন্ড করেছে, প্রতিটিতে উল্লেখযোগ্য সাফল্য এবং ফলাফল রয়েছে।
। ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়।
। এর মধ্যে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়