The Mona Lisa portrait was painted by Leonardo da Vinci in the -

A 15th century

B 14th century

C 16th century

D 17th century

Solution

Correct Answer: Option C

- লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন ইতালির কালজয়ী চিত্রকর, ভাস্কর, স্থপতি, সংগীতজ্ঞ ও বিজ্ঞানী।
- তিনি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে (ষোড়শ শতাব্দী) তাঁর অমর সৃষ্টি 'মোনালিসা' ছবিটি আঁকেন।
- ১৮২১ সাল থেকে এটি ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে।
- অনেক শিল্প- গবেষক রহস্যময় হাসির এ নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে শনাক্ত করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions