পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

A ৩০ সেকেন্ড

B ৯০ সেকেন্ড

C ৩ মিনিট

D ৫ মিনিট

Solution

Correct Answer: Option C

পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজার সময় হবে  ৩, ৬, ৯ ,১২ এবং ১৫ সেকেন্ড এর ল.সা.গু।

 ∴ ৩, ৬, ৯ ,১২ এবং ১৫  এর ল.সা.গু = ১৮০ সেকেন্ড 

সুতরাং, পাঁচটি ঘণ্টা পুনরায় একত্রে বাজবে ১৮০ সেকেন্ড বা ৩ মিনিট পর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions