যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
Solution
Correct Answer: Option D
৫ জন বালক = ৩ জন পুরুষ
১ জন বালক = ৩/৫ জন পুরুষ
১০ জন বালক = (৩/৫) × ১০ = ৬ জন পুরুষ
সুতরাং ৪ জন পুরুষ এবং ১০ জন বালক = (৪ + ৬) = ১০ জন পুরুষ
এখন,
৩ জন পুরুষ কাজটি করে ২০ দিনে
১ জন পুরুষ কাজটি করে ৩ × ২০ দিনে
১০ জন পুরুষ কাজটি করে (৩ × ২০)/১০ দিনে = ৬দিনে।