৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
মূলধন,P = ৫০০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০
আমরা জানি সরল মুনাফা,
I = Pnr
= ৫০০০ × ২ × ৫/১০০
= ৫০০
চক্রবৃদ্ধি মুনাফায় ক্ষেত্রে,
C = P(1 + r)n
= ৫০০০(১ + ৫/১০০)২
= ৫০০০ × (১০৫/১০০) × (১০৫/১০০)
= ৫৫১২.৫
এখন,
চক্রবৃদ্ধি মুনাফা = ৫৫১২.৫ - ৫০০০
= ৫১২.৫ টাকা।
চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য = (৫১২.৫ - ৫০০) টাকা
= ১২.৫ টাকা।