সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য—
A বাক্যের গঠন প্রক্রিয়ায়
B ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
C শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
D ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়
Solution
Correct Answer: Option B
সাধুভাষায় সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয়। যেমন- তাহার, তাহারা ইত্যাদি।
চলিত রীতিতে সর্বনাম গুলাে সংকচিত রূপে ব্যবহৃত হয়। যেমন- তার, তারা ইত্যাদি।
সাধু ভাষায় ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত। যেমন- করিয়া, পড়িয়া, খেলিয়া ইত্যাদি।
চলিত ভাষায় ক্রিয়াপদ সংক্ষিপ্তভাবে ব্যবহৃত হয়। যেমন- করে, পড়ে, খেলে ইত্যাদি।