Solution
Correct Answer: Option C
বাংলা ভাষায় বহু সংস্কৃত কৃৎপ্রত্যয় সামান্য পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে।
'অনট' প্রত্যয় যোগে ('ট', লুপ্ত হয়ে অন থেকে যায়) :
যেমন-
√ নী+অন = নয়ন,
√ শ্রু+অনট = শ্রবণ,
√ কৃষ+অনট>কর্ষন,
এমনি করে √ ভুজ্, √পিত, √রক্ষ, √ভক্ষ, √ গর্জ, √ লঙ্ঘ, প্রভৃতি ধাতুর সঙ্গে অনট প্রত্যয়যুক্ত হয়ে ভোজন, পতন, রক্ষণ ভক্ষণ, গর্জন ইত্যাদি শব্দ গঠিত হয়।