'কালান্তর' শব্দটির ব্যাসবাক্য কোনটি?

A অন্যকাল

B ক্ষুদ্রকাল

C কালের অন্তর

D কাল ও অন্তর

Solution

Correct Answer: Option A

যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন:
- অন্য দেশ = দেশান্তর; 
- ঈষৎ লাল = লালচে, 
- অন্যকাল = কালান্তর ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions