সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়?

A অনুস্বার

B দ্বিত্ব

C মহাপ্রাণ

D তালব্য

Solution

Correct Answer: Option D

তালব্য অল্পপ্রাণ ধ্বনির পরে নাসিক্য ধ্বনি আসলে নাসিক্য ধ্বনিটিও তালব্য নাসিক্য ধ্বনি হয়।
অর্থাৎ, ‘চ/জ’ এর পরে ঙ, ঞ, ণ, ন, ম (নাসিক্য ধ্বনি) থাকলে সেগুলো ‘ঞ’ হয়ে যায়।
চ+ন = চ+ঞ
যাচ+না = যাচ্ঞা
রাজ+নী = রাজ্ঞী
জ+ন = জ+ঞ
যজ+ন = যজ্ঞ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions