Solution
Correct Answer: Option A
চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে এদের বসবাস। বৌদ্ধা ধর্মালম্বী চাকমাদের প্রধান উৎসব বিজু (বর্ষবরণ)। সবচেয়ে বেশি সংখ্যক চাকমা বসবাস করে রাঙামাটি জেলায়। পিতৃসূত্রীয় পরিবারে চাকমারা প্রধানত জুমচাষে অভ্যস্ত।