মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে -

A গাম্বিয়া

B সেনেগাল

C সৌদি আরব

D কুয়েত

Solution

Correct Answer: Option A

মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে নেদারল্যান্ডের ICJ ( International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ) তে মামলার মূল উদ্যোক্তা হচ্ছেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচার বিষয়ক মন্ত্রী আবু বকর তামবাদু । উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার একটি দরিদ্র দেশ গাম্বিয়া যার জনসংখ্যা মাত্র ২০ লাখ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions