কোন হরমোনের অভাবে গলগন্ড রোগের সৃষ্টি হয়?

A থাইরক্সিন

B ইনিসুলিন

C গ্লুকাগন

D করটিসোল

Solution

Correct Answer: Option A

আয়োডিনের অভাবে T3 ও T4 -এর উৎপাদন কমে যায় এবং থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গলগণ্ড রোগ সৃষ্টি করে। থাইরয়েড হরমোনগুলোর মধ্যে থাইরক্সিন(T4)-এর পরিমাণ ও অর্ধায়ু T3 -এর চেয়ে বেশি। মানব রক্তে T4 ও T3 এর অনুপাত ১৪:১ থেকে ২০:১ এর মধ্যে। T4 কোষের মধ্যে ডি-আয়োডিনেশনের মাধ্যমে সক্রিয় T3 -তে রূপান্তরিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions