বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা-২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?

A সুইজারল্যান্ড

B নেদারল্যান্ডস 

C আয়ারল্যান্ড

D ফিনল্যান্ড

Solution

Correct Answer: Option B

- দেশের উন্নয়নকে গতিশীল এবং উন্নয়নের চালেঞ্জসমূহ মোকাবিলা করতে সরকার ১০০ বছরের দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা হাতে নিয়েছে।
- এই মহাপরিকল্পনার নাম হচ্ছে ব-দ্বীপ পরিকল্পনা-২১০০।
- নেদারল্যান্ডসের ডেল্টা ব্যবস্থাপনার আলোকে সেই দেশের সহায়তায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এটি প্রণয়ন করেছে।
- বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২০২১ এর হটস্পট ছয়টি। যথা: উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওড় ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী অঞ্চল ও মোহনা এবং নগর এলাকাসমূহ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions