প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
Solution
Correct Answer: Option C
- ক্লিপবোর্ড হল স্বল্প-মেয়াদী ডাটা স্টোরেজ ।
- এটা র্যামের একটা বিশেষ অংশ।
- Cut, Copy এর জন্য যে ডাটা সিলেক্ট করা হয় সেটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে ক্লিপবোর্ডের মাধ্যমে র্যামে সংরক্ষিত হয়।
- তারপর ইচ্ছা করলে যেকোন জায়গায় স্থানান্তর করা যায়।