পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?

A স্বর্ণ

B হীরা

C সিলভার

D প্লাটিনাম

Solution

Correct Answer: Option D

- পৃথিবীর ভূত্বকের অন্যতম মূল্যবান ধাতু হল প্ল্যাটিনাম।
- স্প্যানিশ নাম 'প্ল্যাটিনা' থেকে এই নামটি আসে।
- প্রধান উত্‍স স্থল হল সাউথ আফ্রিকা, রাশিয়া, কানাডা।
- পর্যাপ্ত পরিমাণ হাইড্রজনের উপস্থিতির জন্য এই ধাতুটিতে নমনীয়তা, ঘনত্ব ও অক্ষয়কারী ক্ষমতা রয়েছে।
- প্ল্যাটিনামের বহু গুনের উপস্থিতি একে মূল্যবান বানিয়ে দেয়।
- যেমন, এটি জঙ্গ ও ঘর্ষণ প্রতিরোধী, এটি হাওয়াতে oxidize হয় না ও রাসায়নিক আক্রমণেরও প্রতিরোধী।
- তাই গয়না দিক দিয়ে প্ল্যাটিনাম নিলে আপনি লাভবানই হবেন। কারন রূপোর মত এটি সহজে কালোও হয়ে যায় না বা সোনার মত বেশী সময় অব্যবহারে এর উজ্জ্বলতাও কমে যাবে না।
- প্ল্যাটিনামের বিশ্ব উত্‍পাদনের ৫৯ শতাংশ catalytic converter রূপে মোটরবাহন নির্মাণ কাজে ব্যবহৃত হয়ে থাকে।
- উজ্জ্বল চমকের জন্য ১৮ শতাংশ অলঙ্কার গঠনের কাজে প্রয়োগ করা হয়।
- এছাড়াও রসায়ন শ্রাস্ত্রে, কাঁচ নির্মাণে, বৈদ্যুতিক কাজে ও তেল উত্‍পাদনেও এর ব্যবহার রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions