উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

A বায়োমেট্রিক্স

B ভার্চুয়াল রিয়ালিটি

C ন্যানোটেকনোলজি

D জেনেটিক ইঞ্জিনিয়ারিং

Solution

Correct Answer: Option D

- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো জীবের কাঙ্ক্ষিত জিনকে পৃথক করে অন্য জীবের জিনের সাথে সংযুক্ত করা হয় এবং নতুন জিন তৈরি করা হয়।
- এভাবে সৃষ্ট নতুন DNA-কে রিকম্বিন্যান্ট DNA (Recombinant DNA) এবং প্রযুক্তিকে রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তি (Recombinant DNA technology) বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়।
- এর মাধ্যমে উৎপন্ন জীবকে Genetically Modified Organism (GMO) বা Genetically Engineered (GE) বা Transgenic জীব বলে।
- উচ্চ ফলনশীল শস্য উৎপাদনেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হয়। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions