২১৯৫২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
Solution
Correct Answer: Option C
21952 কে factor করে পাই,
21952 = (2 × 2) × (2 × 2) × (2 × 2) × (7 × 7) × 7
এখানে, ৭ জোড়া বিহীন।
২১৯৫২ সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।