৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?
Solution
Correct Answer: Option B
১০১ = ১ × ১০১
৯১ = ৭ × ১৩
= ১ × ৯১
১১৭ = ৩ × ৩৯
= ১ × ১১৭
১২৩ = ৩ × ৪১
= ১ × ১২৩
আমরা জানি,
যে সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক কেবল ১ এবং ঐ সংখ্যাটি নিজে তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যা শুধু ১ এবং ঐ সংখ্যা দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে। সহজভাবে বলা যায়, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।
সুতরাং, ১০১ হলো মৌলিক সংখ্যা।