Correct Answer: Option D
- আর্য শব্দের সাধারণ অর্থ হলো 'বিশ্বস্ত মানুষ' বা 'একই জাতির মানুষ'।
- তবে বেদের অনুসারী বা বেদ রচনাকারীরা নিজেদের ভারতের প্রাচীন অধিবাসীদের চেয়ে আলাদা, শ্রেষ্ট, সভ্য ও উন্নত জাতি মনে করে পার্থক্য বোঝাতে নিজেদের 'আর্য' এবং ভারতের আদি অধিবাসীদের 'অনার্য' বলত।
- সাধারণভাবে আর্য বলতে একটি জাতিকে বোঝায়।
- কিন্তু প্রকৃত অর্থে আর্য কোন জাতির নাম নয়, একটি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর নাম।
- মূল আর্য ভাষা থেকে সংস্কৃত, ল্যাটিন, পারসিক, গ্রিক, জার্মান ইত্যাদি ইন্দো-ইউরোপীয় ভাষার সৃষ্টি হয়েছে।
- অর্থাৎ,যে ব্যাক্তি এই ভাষা গোষ্ঠীর মধ্যে যেকোনো একটি ভাষায় কথা বলেন তিনিই আর্য।
বৈদিক ছিল বেদের ভাষা যা ধর্মীয়/ কাব্য রচনার কাজে ব্যবহৃত হত। মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত যা অনার্যদের থেকে রপ্ত.
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions