বিভক্তিহীন নামপদকে কী বলে?

A বিশেষ্য

B সমাস

C অব্যয়

D প্রাতিপদিক

Solution

Correct Answer: Option D

- বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে।
- বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক।
- বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে বলে অক্ষর।
- যে সুবিন্যস্ত পদসমষ্টি বক্তার কোনো মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বলে বাক্য ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions