Solution
Correct Answer: Option B
সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। যেমন: বিলাত ফেরত ( বিলাত হতে ফেরত ) , রাজকুমার ( রাজার কুমার ) ইত্যাদি। সমস্ত পদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় তার না ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত ।