ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী একটি তৎসম স্বরসন্ধি৷ যা 'আ + ঈ = এ' নিয়মে গঠিত হয়েছে৷
কিছু কিছু সন্ধি আছে যাদের সন্ধি বিচ্ছেদ হয় নিপাতনে সিদ্ধ পদ্ধতিতে ।
যেমনঃ
বাক্ + ঈশ্বরী = বাগেশ্বরী;
বৃহৎ + পতি = বৃহসপতি;
মনস্ + ঈষা = মনীষা;
ষট্ + দশ = ষােড়শ;
বন + পতি = বনস্পতি;
হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র ইত্যাদি ।