___ ink in my pen is red.
Solution
Correct Answer: Option B
- সাধারণ নিয়ম অনুযায়ী Material Noun (যেমন: ink, water, milk) বা Uncountable Noun-এর আগে কোনো Article বসে না।
- তবে, যখন কোনো Material Noun-কে নির্দিষ্ট করে বোঝানো হয় (বিশেষ করে এরপর যখন কোনো phrase বা clause থাকে), তখন তার আগে The বসে।
- এখানে পৃথিবীর সব কালির (ink) কথা বলা হয়নি, নির্দিষ্ট করে "আমার কলমের কালি" (ink in my pen)-এর কথা বলা হয়েছে।
- তাই নির্দিষ্ট হওয়ার কারণে এখানে The বসবে।