Solution
Correct Answer: Option A
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত বৈশ্বিক অংশীদারিত্বমূলক সংগঠন হচ্ছে - Climate Vulnerable Forum (CVF)।
এর প্রতিষ্ঠাকাল - নভেম্বর, ২০০৯ সাল।
এর প্রতিষ্ঠার স্থান - মালে, মালদ্বীপ।
এর সদরদপ্তর - মাজুরো, মার্শাল দ্বীপপুঞ্জ।
এর সদস্য সংখ্যা - ৬৮টি দেশ ( বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য)