নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?

A অন্যায়ের প্রতিফল অনিবার্য।

B অল্পজ্ঞান বিপজ্জনক।

C সে ভীষণ বিপদগ্রস্থ।

D কাব্যটির ভাষায় দীনতা আছে।

Solution

Correct Answer: Option C

অশুদ্ধ বাক্য = সে ভীষণ বিপদগ্রস্থ।
অশুদ্ধ বাক্যটির শুদ্ধরূপ = সে ভীষণ বিপদগ্রস্ত।

বাক্যটি বানান ভুল
- ’বিপদগ্রস্থ’ শব্দের সঠিক বানান = বিপদগ্রস্ত।

- অন্য বাক্যগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions