সমীভবনের উদাহরণ কোনটি?

A শুনিয়া > শুনে

B কর্ম > কম্ম

C ফাল্গুন > ফাগুন

D চাল > চাউল

Solution

Correct Answer: Option B

- যে সমীভবনে পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটে, তাকে পরাগত সমীভবন বলে।
- উদাহরণ- দুর্গা > দুগ্গা , কর্ম > কম্ম

অন্যদিকে,
’শুনিয়া > শুনে’ অভিশ্রুতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ।
’ফাল্গুন > ফাগুন’ অন্তর্হতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ।
’চাউল > চাল’ মধ্যস্বরলোপ ধ্বনি পরিবর্তনের উদাহরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions