কোন উপসর্গটি 'বাংলা' ও 'তৎসম' উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?

A

B না

C বে

D সু

Solution

Correct Answer: Option D

বাংলা উপসর্গগুলো সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে এবং তৎসম (সংস্কৃত) উপসর্গগুলো তৎসম শব্দের পূর্বে বসে। চারটি উপসর্গ (আ, সু, বি, নি), যা বাংলা ও তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়। যেমন: আকাশ, সুনজর. বিনামা, নিলাজ বাংলা শব্দ। অতএব আ, সু, বি, নি- বাংলা উপসর্গ। আবার, আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ ও নিদাঘ তৎসম শব্দ। এখানে এসব শব্দের উপসর্গ আ, সু, বি, নি- তৎসম উপসর্গ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions