What is the literacy rate of Bangladesh as per the first Digital Population and Housing Census, 2022?
A 74.66%
B 73.65%
C 75.66%
D 66.74%
Solution
Correct Answer: Option A
জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন' প্রতিপাদ্য নিয়ে ১৫-২১ জুন, ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি। এ শুমারি অনুযায়ী, ৭ বছর ও তদূর্ধ্ব সাক্ষরতার জাতীয় হার ৭৪.৬৬ শতাংশ (পুরুষ- ৭৬.৫৬ ও নারী ৭২.৮২ শতাংশ)।