Solution
Correct Answer: Option B
Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর বন, জার্মানি । বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমনের লক্ষ্যে সংস্থাটি ১৯৯৫ সাল থেকে Conference of the parties (COP) সম্মেলন আয়োজন করে এরই আসছে। ধারাবাহিকতায় ৩১ অক্টোবর- ১২ নভেম্বর, ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৬তম COP সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ৬-১৯ নভেম্বর, ২০২২ সালে মিশরের শারম আল শেখ অবকাশযাপন কেন্দ্রে ২৭তম COP সম্মেলন অনুষ্ঠিত হয়।
- কপ-২৭ এর প্রেসিডেন্ট মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি।
- জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে–আফ্রিকা অঞ্চল [IPCC]
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থসহায়তা দিতে ‘লস এন্ড ড্যামেজ' ফান্ড গঠন করবে ইউরোপীয় ইউনিয়ন (২০২৪ সালের মধ্যে)
- জলবায়ুর পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দ্রুত জরুরি সহায়তা দিতে ‘গ্লোবাল শিল্ড' প্রকল্প গঠন করে– G-7 ও V20 Group
- সম্মেলনে গুরুত্ব পায়নি ১০০ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি।
- সম্মলনে ‘অভিযোজন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড' (GCA) অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও কেনিয়া এ পুরস্কার লাভ করে।