Solution
Correct Answer: Option C
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ ‘রুদ্রমঙ্গল' (১৯২৭)। রুদ্রমঙ্গল, আমার পথ, মোহম, বিষ-বাণী, ক্ষুদিরামের মা, ধূমকেতুর পথ, মন্দির ও মসজিদ, হিন্দু- মুসলমান- নামে মোট ৮টি প্রবন্ধ এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ ‘বিষের বাঁশী (১৯২৪); উপন্যাস ‘কুহেলিকা' (১৯৩১); গল্পগ্রন্থ ‘রিক্তের বেদন' (১৯২৫)।