নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?

A বীরবল

B ভীমরুল

C অনিলা দেবী

D যাযাবর

Solution

Correct Answer: Option C

- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমানের ছন্দনাম 'ভীমরুল'।
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।
- সমরেশ বসুর ছদ্মনাম কালকূট।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম প্রবোধকুমার।
- রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম।
- অনিলা দেবী ছদ্মনামে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions