Correct Answer: Option A
২ জন লোক কমিয়ে দিলে লোকসংখ্যা=(৮-২)=৬ জন
৮ জন লোক কাজটি করে ১২ দিনে
১ জন লোক কাজটি করে ১২*৮ দিনে
৬ জন লোক কাজটি করে (১২*৮)/৬ দিনে
=১৬ দিনে
অতএব কাজটি শেষ করতে বেশি লাগে=(১৬-১২)=৪ দিন
১২ দিনে বেশি লাগে ৪ দিন
১ দিনে বেশি লাগে ৪/১২ দিন
১০০ দিনে বেশি লাগে (৪*১০০)/১২ দিন
=৩৩(৪/১২)
=৩৩(১/৩)
উত্তর: ৩৩(১/৩)%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions