লাভ-ক্ষতি (29 টি প্রশ্ন )
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০
ক্রয়মূল্য ২৪ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫/১০০)×২৪
                                          =৩০  টাকা


বেশি বিক্রয় করতে হবে ১০%+২০%=৩০%
দ্রব্যটির ক্রয়মূল্য =(১০০/৩০)× ১৩৫=৪৫০ টাকা
১৫%=১১৫ টাকা
বিক্রয় মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১৫ টাকা
বিক্রয়মূল্য ৯২ টাকা হলে ক্রয়মূল্য (১০০/১১৫)× ৯২
                                           =৮০ টাকা
ক্ষতি বিক্রয়মুল্য-ক্রয়মুল্য=৩০০-২৬০=৪০
৪০টাকা ক্ষতি হয়েছে
 

ধরি, ৫ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা

     ১ টি লেবুর ক্রয়মূল্য ১/৫ টাকা

আবার, ৪ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা।

১টি লেবুর বিক্রয়মূল্য ১/৪টাকা

সুতারাং, লাভ = ১/৪ – ১/৫ = (৫-৪)/২০ = ১/২০

১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা

সুতারাং ১০০ টাকায় লাভ হয় (৫×১০০)/২০ = ২৫ টাকা


 

টাকায় ৩টি জিনিস ক্রয় করে

১০০ টাকায় ক্রয় করে ৩০০ টি 

টাকায় ২ টি বিক্রয় করে 

২টি বিক্রয় করে ১ টাকায়

১০০ টি বিক্রয় করে ১/২ *১০০ টাকায় =৫০ টাকা

ক্ষতি = ১০০-৫০ = ৫০ টাকা 



এখানে যেহুতু প্রথমে লাভ হয়ছে,তারপর ক্ষতি হয়ছে, তাই সংক্ষেপ করা যায়।

১২০০ এর ১১৫% এর ৯৫%

=১২০০ * ১১৫/১০০ * ৯৫/১০০

=১৩১১



 

একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে, জিনিসটির বিক্রয়মূল্য কত?

একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন

৩৫ টাকা লাভ হলে বিক্রয়মূল্য ১৩৫ টাকা 

২৮০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য  =১৩৫/৩৫ *২৮০ = ১০৮০ টাকা 


 

 ৯০ টাকার উপর ১৫% ডিসকাউন্ট দেন

ডিসকাউন্ট =  ৯০ টাকার ১৫%

                 = ৯০*.১৫ = ১৩.৫ টাকা

তাহলে, ক্রয় মূল্য = ৯০-১৩.৫ = ৭৬.৫ টাকা


 

খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ৭৫ টাকা

তিনি জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন (৭৫+৭৫ এর ১/৩) টাকা

                                                   =(৭৫+২৫) টাকা =১০০ টাকা                    ২০% ডিসকাউন্ডে জিনিসটির বিক্রয়মূল্য = (১০০-২০) টাকা= ৮০ টাকা

অতএব, তিনি লাভ করেন (৮০-৭৫) টাকা= ৫ টাকা


 

          ৩৫ টাকা লাভ হলে ক্রয়মূল্য ১০০ টাকা

অতএব,   ১ টাকা লাভ হলে ক্রয়মূল্য ১০০/৩৫ টাকা

অতএব,২৮০ টাকা লাভ হলে ক্রয়মূল্য ১০০*২৮০/৩৫ টাকা 

                                            =৮০০ টাকা

 


 

সমাধান: ধরি, কলমটির ক্রয়মূল্য = x টাকা

        ২৫ টাকায় বিক্রয় করলে ক্ষতি = (x-২৫) টাকা

      ৩৫ টাকায় বিক্রয় করলে লাভ = (৩৫-x) টাকা

প্রশ্নমতে, (x-২৫) = (৩৫-x)

বা, x +x = ৩৫+২৫

বা, ২x = ৬০ টাকা

বা, x = ৩০ টাকা


 

সমাধানঃ ধরি, গরুটির ক্রয়মূল্য = x টাকা

৪৫০ টাকায় বিক্রয় করায় লাভ = x/৮ টাকা

প্রশ্নমতে, x+x/৮ = ৪৫০

(৮x +x)/৮ = ৪৫০

৯x = ৩৬০০

X = ৪০০



 

১০% লাভে বিক্রয় মূল্য = ৫০০ + (৫০০*১০/১০০)

                              = ৫০০ + ৫০ টাকা = ৫৫০ টাকা ১০% কমে ক্রয় মূল্য হবে = ৫০০ - ৫০০*১০/১০০ টাকা

                               = ৪৫০ টাকা

এক্ষেত্রে লাভ হয়েছে = ৫৫০ - ৪৫০ টাকা

                        = ১০০ টাকা

 


 

প্রথম ১০০০ টাকায় লাভ ৫%

বাকি থাকে ৫০০০ টাকা, তাতে লাভ আসে ৪%

এখন,

১০০০ টাকায় ৫%  লাভ = ১০০০*৫/১০০ টাকা

                               = ৫০ টাকা

আবার,

৫০০০ টাকার ৪% লাভ = ৫০০০০*৪/১০০ টাকা

                              = ২০০ টাকা

মোট লাভ = ২০০ + ৫০ টাকা

             = ২৫০ টাকা


 

১০% লাভে বিক্রয় মূল্য = ৫০০ + ৫০০*১০/১০০ = ৫০০ + ৫০ = ৫৫০

সুতরাং, বিক্রয় মূল্য = ৫৫০ টাকা

এখন,

১০% কমে ক্রয় মূল্য হত = ৫০০ - ৫০০*১০/১০০ = ৫০০ - ৫০ = ৪৫০ টাকা

সুতরাং, সেই ক্ষেত্রে লাভ হত = ৫৫০ - ৪৫০ টাকা = ১০০ টাকা

 


 

১০ টি প্যান্টের ক্রয় মূল্য = ক টাকা ১ টি প্যান্টের ক্রয় মূল্য = ক/১০ টাকা ৮ টি প্যান্টের ক্রয় মূল্য = ক*৮/১০ টাকা আবার, ৮ টি প্যান্টের বিক্রয় মূল্য = ক সুতরাং লাভ = ক - ক*৮/১০                 = ক (১/৫) এখন, ক*৮/১০ টাকায় লাভ হয় ক/৫ টাকা ১ টাকায় লাভ হয় (ক/৫) / (ক*৮/১০) টাকা                       = ১০/(৫*৮) টাকা = ১/৪ টাকা ১০০ টাকায় লাভ হয় ১০০/৪ টাকা = ২৫ টাকা


 

২০ টি কমলার ক্রয় মূল্য = ৫০ টাকা

১ টি কমলার ক্রয় মূল্য = ৫০/২০ টাকা

১২ টি কমলার ক্রয় মূল্য = ৫০*১২/২০ টাকা

                              = ৩০ টাকা

সুতরাং লাভ = ৩৬ - ৩০ = ৬ টাকা

এখন,

৩০ টাকায় লাভ হয় ৬ টাকা

১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা

১০০ টাকায় লাভ হয় ৬*১০০/৩০ টাকা

                           = ১০০/৫ টাকা

                           = ২০ টাকা

অর্থাৎ, ২০%


 

বিক্রয় মূল্য = ৫৬০ + (৫৬০* ২৫/১০০)

              = ৫৬০ + ১৪০

              = ৭০০

 









সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0