ল. সা. গু ও গ. সা. গু (20 টি প্রশ্ন )



 

১ম রাশি= a2-b2 =(a+b)(a-b)

২য় রাশি= a3+b3 =(a+b)(a2-ab+b2)

নির্ণেয় গ.সা.গু.=(a+b)


 

১৮ ও ২৪ এর ল.সা.গু.=২×৩×৩×৪=৭২

এখানে প্রতিক্ষেত্রে (১৮-৪=১৪ এবং ২৪-১০=১৪)

১৪ অবশিষ্ট থাকে

নির্ণেয় সংখ্যা=৭২-১৪=৫৮



 

১০, ১২ এবং ১৬ এর ল,সা,গুই হবে কাংক্ষিত সংখ্যা

লসাগু = ২৪০


 

৩,৫,৭,৮ ও ১০ এর লসাগু=৮৪০

ঘণ্টাগুলো ৮৪০সেকেন্ড পর একত্রে বাজবে।

অতএব নির্নেয় সময় ৮৪০ সেকেন্ড বা ১৪ মিনিট


 

১০% ক্ষতিতে ,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯০ টাকা

৫% লাভে,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫ টাকা

পার্থক্য = ১০৫-৯০=১৫ টাকা

১৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০ টাকা

১ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০/১৫ টাকা

৪৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য (১০০X ৪৫)/১৫ টাকা=৩০০ টাকা





সংখ্যাদ্বয় ৫ক ও ৬ক হলে তাদের ল.সা.গু. ৩০ক। 
প্রশ্নমতে, ৩০ক = ৩৬০ 
বা, ক = ১২ 
সুতরাং, সংখ্যাদ্বয় যথাক্রমে ৫x১২ = ৬০ ও 
                                  ৬x১২ = ৭২

১২৫ ও ১৪৫ এর গসাগু = ৫

অর্থাৎ , ৫ জন এর মাঝে সমান ভাবে ভাগ করা যাবে ।








সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0