বৃত্ত (25 টি প্রশ্ন )

একটি গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল = ৪πr

যেখানে r হল গোলকের ব্যাসার্ধ।

প্রদত্ত তথ্য অনুযায়ী, r = ৫ সে.মি.

অতএব, গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল = ৪πr2 

= ৪π৫

= ৪  ×২২/৭ × ৫

= ১০০π বর্গসেমি.



বৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে তাই ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করলে পাওয়া যায়, πr2

 πr2=10π
or,r2=10
   r=√10
সুতরাং বৃত্তের পরিধি = 2πr=2π√10






 

দূরবর্তী জ্যা = ২  √  (ব্যাসার্ধ ২- দুরত্ব ২) = ২√  (২৫- ১৬) = ৬ সে মি  







 

একটি  চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে ১.৭৬ কিমি = ১৭৬০ মিঃ তাহলে , চাকা একবার ঘুরলে  অতিক্রম করে (চাকার পরিধি) = ১৭৬০/৪০০ = ৪.৪ মিঃ পরিধি = ২ π x ব্যাসার্ধ

 

ব্যাস দ্বিগুণ মানে ব্যাসার্ধ দ্বিগুণ।

ব্যাসার্ধ দ্বিগুণ মানে ক্ষেত্রফল চারগুণ




 

দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অনুপাত এর বর্গের সমান হয়।




 

এখানে,

লম্ব =৫সে মি

অতিভুজ=১৩ সেমি

ভূমি২=অতিভুজ২-লম্ব২ = ১৬৯-২৫=১৪৪

সুতরাং,ভূমি=১২ সে মি 

জ্যা এর দৈর্ঘ্য =১২ x ২ =২৪ সে মি 




সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0