ঘন জ্যামিতি (11 টি প্রশ্ন )




গোলকের আয়তন= 4/3 πr3

যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয়=4/3 π(2r)3

                          = 32/3 πr3

প্রশ্নমতে, (32/3 πr3) / (4/3 πr3)= 8

সুতরাং, ৮ গুণ


ঘনবস্তুর আয়তন (প্রশ্নানুযায়ী এটি ঘনক)
= a3
প্রশ্নমতে, a3=343
           a3=73
            a=7

একটি তলের ক্ষেত্রফল =a2 =72=49

 

দুটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭

= 8 : 27

= 23 : 33

তাদের ক্ষেত্রফলের অনুপাত  হবে, 

22 : 32 = 4: 9  



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0