কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?

 

A ২৮০০

B ২৯০০

C ৩০০০

D ৩০৫০

Solution

Correct Answer: Option C

১২% বৃদ্ধিতে,
বছরের শুরুতে লোকসংখ্যা ১০০ জন হলে বছরের শেষে হবে (১০০+১২) জন =১১২ জন

বছরের শেষে লোকসংখ্যা ১১২ জন হলে বছরের শুরুতে ছিল ১০০ জন
বছরের শেষে লোকসংখ্যা ১ জন হলে বছরের শুরুতে ছিল ১০০/১১২ জন
বছর শেষে লোকসংখ্যা ৩৩৬০জন হলে বছরের শুরুতে ছিল (১০০*৩৩৬০)/১১২ জন
= ৩০০০ জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions