সুদকষা (10 টি প্রশ্ন )
 

১০০ টাকা ১ বছরের মুনাফা ৬ টাকা

১০০ টাকা ৫ বছরের মুনাফা ৬×৫ টাকা = ৩○ টাকা

মুনাফা ৩০ টাকা হলে আসল ১০০ টাকা

মুনাফা ৩৬০ টাকা হলে আসল (১০০×৩৬০)/৩০ টাকা

=১২০০ টাকা


 

ধরি, আসল = ক

প্রশ্নমতে,

[{ক(১+৪/১০০)২} - ক] - {ক×২×(৪/১০০)} =১

=> ক =৬২৫ (উত্তর)

 


 

সুদ-আসলে ৪০৫ টাকা

আসল ৩০০ টাকা

তাহলে, সুদ= ৪০৫ - ৩০০ = ১০৫ টাকা

এখন,

t = (100 X I)/ (C x r) অর্থাৎ, সময় = (১০৫ x ১০০) / (৩০০ x ৫)

                  = ৭ বছর


 

১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা

    ১ টাকার ১ বছরের সুদ ৬/১০০ টাকা

৪৫০ টাকার ১ বছরের সুদ (৬*৪৫০)/১০০ টাকা

                              =২৭ টাকা

সুদ-আসল=৫৫৮ টাকা

অতএব, সুদ=(৫৫৮-৪৫০)=১০৮ টাকা

২৭ টাকা সুদ হয় ১ বছরে

১  টাকা সুদ হয় ১/২৭ বছরে

১০৮ টাকা সুদ হয় (১*১০৮)/২৭ বছরে

                      =৪ বছরে

 




I1 = P (১ + nr) বা, ৬০০ = P (১ + ৪r) - - - - - - - (i)
I2 = P (১ + nr) বা, ৭০০ = P (১ + ৬r) - - - - - - - (ii)

(i)নং কে (ii) দ্বারা ভাগ করে পাই,
৬/৭ = (১ + ৪r)/(১ + ৬r)
বা, ৬ x (১ + ৬r) = ৭ x (১ + ৪r)
বা, ৬ + ৩৬r = ৭ + ২৮r
বা, ৩৬r - ২৮r = ৭ - ৬
বা, r = ১/৮
(i) হতে পাই, ৬০০ = P (১ + ৪ x ১/৮)
বা, P = ৬০০/ (১ + ১/২) = ৪০০
সুতরাং, মূলধন, P = ৪০০ টাকা
চক্রবৃদ্ধি মুনাফা = A - P 
= P(১ + r)n - P 
= ১৫০০০(১ + ১০/১০০) - ১৫০০০ 
= ৪৯৬৫ টাকা।



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0